তোমরা কি ভূমিকম্প দেখেছো কখনো?
বলতো, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেমন
এর স্বাদ গন্ধ রঙ বলতে পারবে কি?
এটা নারী পুরুষ হিজরা নাকি সব
কী খেয়ে বেঁচে থাকে, কতক্ষণ ঘুমায়?


তোমরা ভূমিকম্প নয়, প্রলয় দেখেছো
পৃথিবীটা কেঁপে উঠতেই সব ওলটপালট
রিকটার স্কেলে এর মাত্রাটা মেপেছো
দৈর্ঘ্য প্রস্থ আয়তন পরিসীমাও নয়
এটা দেখাই যায় না, এর নাম শক্তি।


কালবৈশাখী, টর্নেডো, জলোচ্ছাস সবই
শক্তির প্রতিরূপ, ক্ষয় নাই, লয় নাই
সর্বত্র বিরাজমান, ক্ষণে ক্ষণে বদলায়
তোমরা যাকে প্রাকৃতিক শক্তি বলো
তিনিই আল্লাহ, সকল শক্তির কেন্দ্রবিন্দু।
                -----
রচনাকালঃ ১৪/০২/২০১৯ ইং।